কবিতা

কবিতা
এ হান্নান মিয়াজী

এ হান্নান মিয়াজী :

লাশের সারি
**********

লাশের সারি ফিরছে বাড়ি,
বাড়ছে কেবল আহাজারী।
ডুবরীরা তুলতে শুধু,
রাখছে কেবল লাশের সারি।
বুড়িগঙ্গা কাঁদছে যেন,
বুকে নিয়ে নিথর দেহ।
নদী পাড়ে স্বজনেরা,
ঘুরছে হয়ে দিশেহারা।
আপনজনের লাশটি পেলে,
জ্ঞান হারিয়ে বিলাপ করে।
হায়রে বিধি হল একি,
চালক বেটার গাফিলতি।
প্রতি বছর দুর্ঘটনা-
চালকদেরই হেয়ালীপনা।
শত স্বপ্ন নিয়ে বুকে,
চড়ে মানুষ যানের বুকে।
হারিয়ে যায় স্বপ্ন গুলো,
দায়টি যেন এলোমেলো।
আর কতবার লাশের সারি,
গুনতে হবে এমনি করি?
জবাব হলে বস্তা বন্দি,
এমনি চলবে যুগান্তরে।
এসো এবার পণটি করি
শক্ত আইনের পন্হা ধরি।
আর হবেনা লাশের সারি,
নিরাপদে ফিরব বাড়ি।
(সূত্রঃলঞ্চ দুর্ঘটনা)

 

বি আলো/মুন্নী