অটোগ্যাস স্টেশন স্থাপনে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এবং বসুন্ধরা এলপি গ্যাস লিঃ এর চুক্তি স্বাক্ষর

অটোগ্যাস স্টেশন স্থাপনে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এবং  বসুন্ধরা এলপি গ্যাস লিঃ এর চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি : দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে ১৯৯৯ সাল থেকে কাজ করে যাচ্ছে বসুন্ধরা এলপি গ্যাস লিঃ। এখন পর্যন্ত প্রায় ২০০ টি স্টেশনের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে এবং আরও ২০০ টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার এলপিজির বাজার বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এর সাবসিডিয়ারি পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল) এর সঙ্গে কাজ করবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। 

এ লক্ষ্যে আজ (০৭/০২/২০২১) বেলা ৩ টায় রাজধানীর কাওরান বাজারে অবস্থিত পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল) এর অফিসে আয়োজিত হয় এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এখন থেকে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এর নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।

অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন জনাব মোঃ মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এবং জাকারিয়া জালাল, হেড অফ সেলস, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ। এ সময় পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নুমান তাপাদার (মহাব্যবস্থাপক), জনাব সোহেল আব্দুল্লাহ মহাব্যবস্থাপক (মার্কেটিং) এবং বিপিসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মোঃ আহম্মদুল্লাহ (ডেপুটি ম্যানেজার, পারসোনাল সেক্রেটারি, বিপিসি চেয়ারম্যান)। বসুন্ধরা এলপি গ্যাসে লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন, জনাব আতাউর রহমান (এজিএম, সেলস), কাজী রোকন উদ্দিন (ম্যানেজার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) এবং মোঃ এনামুল হক (এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ)।

অটোগ্যাস বা এলপিজি ইতোমধ্যেই বিশ্বজুড়ে পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ও প্রশংসিত। এ চুক্তির মাধ্যমে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড সারা দেশের যানবাহনে ব্যবহারের জন্য পরিবেশবান্ধব জ্বালানি অটো এলপিজি দ্রুত প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে পারবে।

অনুষ্ঠানে দেশের সর্ববৃহৎ এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিঃ এর পক্ষ থেকে বলা হয় পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এর সাথে চুক্তি সম্পাদন করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এর সাবসিডিয়ারি হিসেবে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল) বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পণ্য, লুব্রিক্যান্ট, বিটুমিন ও এলপিজি বাজারজাত করে। বর্তমানে দেশব্যাপী কোম্পানিটির ৬৯৭ টি ফিলিং স্টেশন রয়েছে।

অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাস এর হেড অফ সেলস জনাব জাকারিয়া জালাল বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের বর্তমান এলপিজি আমদানি, সংরক্ষণ, সিলিন্ডার প্রস্তুতকরণ এবং সরবরাহ সক্ষমতা তুলে ধরেন। তিনি বলেন, উল্লেখযোগ্য মার্কেট শেয়ারের অধিকারী পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল) এর সাথে এলপিজি ইন্ডাস্ট্রিতে সর্ববৃহৎ প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস এর চুক্তি স্বাক্ষর একটি মাইলফলক হিসেবে থাকবে। এই চুক্তির আওতায় বাংলাদেশে প্রথাগত ফুয়েল এর বিপরীতে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত সম্পন্ন এবং অধিক নিরাপদ অটোগ্যাস বাজারজাত করণের জন্য দুই পক্ষই এক সাথে কাজ করবে। পণ্য বৈচিত্রতায় এবং বাজারজাতকরণে বসুন্ধরা যেভাবে কাজ করে আসছে, অটোগ্যাস খাতেও বসুন্ধরা তার শ্রেষ্ঠত্ব বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।