ই-বুক ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী’

ই-বুক ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী’

নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সম্পাদনায় ই-বই ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী’ ২৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। অনলাইনে ডিজিটাল এ বইটি সবার জন্য উন্মুক্ত করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে ৩৩৬ পৃষ্ঠার এ তথ্য-চিত্রবহুল ঐতিহাসিক বইটি। রয়েছে ১৯টি নিবন্ধ এবং একটি বিশেষ ফটো অ্যালবাম।

অনলাইনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সাংবাদিক ইয়াসিন কবির জয়। জয়ীতা প্রকাশনী বইটি প্রকাশ করেছে। বইটির সম্পাদক মোস্তাফা জব্বার এ সময় ওয়েবিনারে সংযুক্ত ছিলেন।

বি আলো / মুন্নী