ঈদের সর্বাধিক নাটকে ঊর্মিলা

ঈদের সর্বাধিক নাটকে ঊর্মিলা

 

বিনোদন আলো :  বছর দুয়েক ঊর্মিলাকে পর্দায় কিছুটা কম দেখা গেছে। পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণেই এমনটি হয়েছিল। তবে এবার যেন আঁটসাঁট বেঁধেই নেমেছেন ছোট পর্দার মিষ্টিভাষী এই অভিনেত্রী। মহামারীর মধ্যেও তার পুরোদস্তুর অভিনয়ের সাহসিকতা প্রশংসা কুঁড়িয়েছে সর্বত্র। এরই মধ্যে সেরেছেন এক ডজনেরও বেশি নাটকের কাজ। সব ঠিকঠাক থাকলে দীর্ঘদিন পর আবারও ঈদের সর্বাধিক নাটকে দেখা যাবে ঊর্মিলাকে।


এ নিয়ে ঊর্মিলার ভাষ্য, ‘মাঝে নানা কারণে ঈদের কাজ কম করা হয়েছে। তবে এবার কিছুটা দায়িত্ব নিয়েই কাজে নেমেছেন। কাজ ছাড়া আর কতদিন থাকা যায়। আর এটাইতো আমাদের পেশা। তাছাড়া আমাদের কাজ করা ও না করার ওপর অনেক কিছু নির্ভর করছে।’


সম্প্রতি ঊর্মিলা রুমান রুনি পরিচালিত ‘আব্বা’ শিরোনামের একটি নাটকের কাজ সম্পন্ন করেছেন। ঈদের চতুর্থ দিন একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হওয়ার কথা রয়েছে। এতে ঊর্মিলার সঙ্গে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, আনিসুল হক মিলনসহ আরও অনেকে। 


ঊর্মিলা বলেন, ‘ঈদের সময় কাজের ব্যস্ততা অনেকগুণ বেড়ে যায়। কিন্তু এবার ঈদে করোনার পরিস্থিতি খুব একটা বেশি না হলেও প্রত্যেকেই কম-বেশি কাজ করছেন।’ 


এদিকে লরিন খানের পরিচালনায় ‘শেষ প্রহর’, মারুফ মিঠুর ‘শোডাউন সাদেক আলী’, বি ইউ শুভর ‘মি. ডিজে’, রিংকু রাফাতের ‘বড় লোকের বেটি’, বর্ণ নাথের ‘সুক্কুর ইজ এ গুড বয়’, ‘আদিবাসী মিজানের ‘মেষ রাশি’, ‘চড়া তালুকদার’, মাহমুদুল হাসান রানার ‘ব্যাচেলর বাবু’, ‘তিন দৈত্য’, ও ‘মা মরলে বাপ তালই’সহ প্রায় এক ডজনের বেশি নাটকের কাজ সম্পন্ন করেছেন ঊর্মিলা।
এ বিষয় ঊমির্লা বলেন, ‘এর আগেও আমি ঈদের সর্বাধিক নাটকে কাজ করেছি। তবে মাঝের কয়েক বছর সেভাবে কাজ করিনি। যদি আবারও সে রকম কিছু হয়, মন্দ হবে না। এরই মধ্যে বেশ কয়েকটি ঈদের খণ্ড ও ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছি। তাছাড়া করোনার মধ্যে আটকে থাকা কাজগুলোও সম্পন্ন করেছি।’


লকডাউন শিথিল হওয়ায় শর্তসাপেক্ষ শুটিং করার অনুমোতি পাওয়ার পর থেকেই কাজ করছেন ঊর্মিলা। তবে সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে কাজ করা কিছুটা কঠিন, সেটাও স্বীকার করেছেন ঊর্মিলা। তার মতে, ‘এ পর্যন্ত যে কাজগুলো করেছি, সব জায়গায় স্বাস্থ্যবিধি কাজ করার চেষ্টা করছি। তবে সর্বত্র এটি মেনে চলা সম্ভব নয়। সবাই নিজের মতো করে চেস্টার কমতি রাখছে না।’


বড় পর্দার জন্যও কাজ করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। ‘ফ্রম বাংলাদেশ’ নামের একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণাধীন অবস্থা রয়েছে। বেশিরভাগ শুটিং সম্পন্ন হলেও, কিছু অংশ বাকি আছে। সেসব শিগগিরই শেষ হবে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘চলচ্চিত্রটির জন্য আমি অপেক্ষায় আছে। প্রথম চলচ্চিত্র বলে কথা। এর সঙ্গে অন্যরকম এক অনুভূতি কাজ করে।’


চ্যানেল লাক্স সুপারস্টারের সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসা ঊর্মিলা শ্রাবন্তী কর ২০১০ সালে তাহের শিপনের নির্দেশনায় ‘জটিল প্রেম’ নামে একটি নাটকে প্রথম অভিনয় করেন। এরপর থেকে অসংখ্য নাটকে দেখা গেছে তাকে। এছাড়াও সিটিসেল জুম আলট্রা, ডানো, মেরিল বেবি লোশন, বাংলা লায়ন ওয়াইম্যাক্সসহ একাধিক বিজ্ঞাপনে মডেল হয়ে প্রশংসিত হয়েছেন ঊর্মিলা।
মিউজিক ভিডিও ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। তবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতি আগ্রহ খুব বেশি নেই বলেও জানিয়েছেন ঊর্মিলা। এই লাক্স সুন্দরীরর মতে, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরোপুরি একটি চলচ্চিত্র না। আবার তাকে নাটকও বলা যাবে না। এই ধরনের কাজে আমাকে টানে না।’

 

বি আলো/মুন্নী