কবিতা

কবিতা
এম হান্নান মিয়াজী

এম হান্নান মিয়াজী : 

ঘড়ির কাটা
**********

আমি ঘড়ির কাটা-
প্রতিনিয়ত ঘুরেই চলি-চলায় আমার নেই ভাটা।
প্রতিটি মূহুর্ত আমি রচনা করি-
অজস্র ঘটনা দূর্ঘটনার,
প্রতিটি মুহূর্ত আমি হয়ে পরি ডাইরীর পাতা।
শোকের সমুদ্রে ভাসাই কখনো-
কখনো যেন শুধুই হাসা।
আমি ঘড়ির কাটা-
আমি জন্মদেই দিন মাস বছর যুগ শতাব্দীর
আমি নিরব দর্শকের ন্যায় চেয়ে দেখি,
পৃথিবীর অনাচার অত্যাচার স্বার্থপরতা।
আমি নির্বাক দৃষ্টিতে দেখি সভ্যতা নির্মাণ - পরশ্রীকাতরতা।
আমি নির্বাক ঘড়ির কাটা-
আমি মহাকালের নীরব স্বাক্ষী হয়ে আছি,
পৃথিবীর প্রতিটি ঘটনা।
দিন রাত তন্দ্রা নিদ্রা আমার স্পর্শ করেনা,
বিরতি বলে আমার জগতে নেই কোন ভাষা।
আমি ঘড়ির কাটা-
আমি রচনা করি নতুন কত দেশ,
আমি ধ্বংস করি কত জনপদ।
আমার কাটাধরে জন্ম নেয় কত নতুন জীবন -
নিঃশেষ হয় কত সৃষ্টি,
আমি অনবরত ঘুরেই চলি-
কোন দিকে নেই আমার দৃষ্টি। ।
 

বি আলো/ মুন্নী