চাঁদপুর জেলা পুলিশের কঠোর অবস্থান 

চাঁদপুর জেলা পুলিশের কঠোর অবস্থান 

***লকডাউন বাস্তবায়নে তৎপর এসপি মিলন মাহমুদ

সুমন সরদার: লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে চাঁদপুর জেলা পুলিশ। চাঁদপুর জেলায় করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ২৬ জুলাই সোমবার চাঁদপুর সদরের সার্বিক লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম-বার।

সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ শহরের বিভিন্ন পয়েন্ট ও চেকপোস্টের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের সকল ইউনিটের কর্মতৎপরতা ও টহল প্রদান অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক মাস্ক পরা, অযথা ঘোরাফেরা বন্ধ করা, দোকানপাট খোলা না রাখা, জনসমাগম নিষিদ্ধসহ জনসাধারণকে  সচেতন করার লক্ষ্যে ‘বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি’ চলমান রয়েছে।

চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার বাংলাদেশের আলোকে জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও যান চলাচল নিয়ন্ত্রণে জেলা শহর ও থানাগুলোতে ২০টির বেশি টহল রয়েছে। এছাড়া জেলা পুলিশের সিনিয়র অফিসাররা মাঠ পর্যায়ে কাজ করছেন। এ সময় সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলতে চাঁদপুরবাসীকে আহ্বান জানান তিনি।

বিআলো/ইলিয়াস