জেএসডির সঙ্গে সংলাপে ফখরুল

জেএসডির সঙ্গে সংলাপে ফখরুল

বিআলো ডেস্ক:সরকার পরিবর্তনে বৃহত্তর আন্দোলনের প্লাটফর্ম গড়ে তুলতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে সংলাপে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর উত্তরা ৪ নাম্বার সেক্টরের ১৪ নাম্বার বাড়িতে এই সংলাপ শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির পক্ষে সংলাপে মির্জা ফখরুলের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন উপস্থিত আছেন।

সংলাপে জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, সহ সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন উপস্থিত আছেন।

গত ২৪ মে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে প্রথম বৈঠক করেন মির্জা ফখরুল।

পরে গত ২৭ মে বাংলাদেশ লেবার পার্টি, ৩১ মে গণসংহতি আন্দোলন এবং ১ জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জনু বাংলাদেশ মুসলিম লীগ, ৮ জুন জাতীয় পার্টি ( কাজী জাফর), ৯ জুন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ১২ জুন ন্যাপ ভাসানী, ১৬ জুন লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ১৮ জুন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম, ১৯ জুন ন্যাশনাল পিপলস পার্টি এবং ২১ জুলাই সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপ করেছে বিএনপি।


গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে এসব বৈঠক করছে বিএনপি।

বিআলো/শিলি