দ্রুততম সময়ে মামলার তদন্ত চান কেএমপি কমিশনার

দ্রুততম সময়ে মামলার তদন্ত চান কেএমপি কমিশনার

শৃঙ্খলার আলো ডেস্ক: মামলার বিচার ত্বরান্বিত ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে)  দুপুর ১২ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.মাসুদুর রহমান ভূঞা এর সভাপতিত্বে কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন মামলা, মাদক মামলা এবং অস্ত্র মামলার তদারকি এবং বিচারাধীন মামলার বিচার কার্য ত্বরান্বিত ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মনিটরিং সভায় কেএমপি কমিশনার তার বক্তব্যে সংশ্লিষ্ট জোনাল এসি, অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী অফিসারদের কে মামলার তদন্তকার্য নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত মনিটরিং সেলের সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন,বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম,ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো.কামরুল ইসলাম, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) শাহাবুদ্দীন আহমদ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শেখ ইমরান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) , সাঈদ আহম্মেদ-সহ কেএমপি'র জোনাল এসি, অফিসার ইনচার্জবৃন্দ এবং মামলা তদন্তকারী কর্মকর্তাবৃন্দ।

বিআলো/ইলিয়াস