বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্রেসক্লাবে পুলিশ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলটির ৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সোমবার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় এজাহার নামীয় ৪৭ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মামুন অর রশীদ।

মামলায় (পুলিশ অ্যাসল্ট) হত্যাচেষ্টা ও হামলা-ভাংচুর চালানোর অভিযোগ আনা হয়েছে।

এর আগে, প্রেসক্লাবের সামনে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ছাত্রদল সমাবেশ করার চেষ্টা করে। কিন্তু সমাবেশের অনুমোতি না থাকায় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। বিক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের পাশের অস্থায়ী পুলিশ বক্সের জানালার ভাংচুর করে।

বিআলো/শিলি