বিনামূল্যে ভ্যাকসিন দেবে সরকার

বিনামূল্যে ভ্যাকসিন দেবে সরকার

 

নিজেস্ব প্রতিবেদক : বিনামূল্যে দেশের নাগরিকদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভ্যাকসিন কিনতে ৭৩৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।


সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ভ্যাকসিনের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা। একইসাথে চলতি সপ্তাহ থেকে মাস্ক ব্যবহারে বাধ্য করার জন্য আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্ক ব্যবহারে এই সপ্তাহ থেকে আরো কঠোরভাবে অভিযান চলবে। সর্বোচ্চ জরিমানা করা হবে। এক্ষেত্রে আরো ৮/১০ দিন দেখা হবে। না শুনলে এরপর প্রয়োজনে জেলে পাঠানো হবে।


বিআলো/শিলি