বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার সিএসএ’র চেয়ার নির্বাচিত

বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার সিএসএ’র চেয়ার নির্বাচিত

কূটনৈতিক প্রতিবেদক: বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার (সিএসএ) ২০২১-২০২৩ মেয়াদে দুই বছরের জন্য ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বুধবার বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব জুরাব পোলোলিকাশভিলির সভাপতিত্বে এর সদস্য দেশসমূহের অংশগ্রহণে কমিশন ফর এশিয়া প্যাসিফিক ও কমিশন ফর সাউথ এশিয়ার যৌথভাবে আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে বাংলাদেশ ভাইস-চেয়ার হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশের পাশাপাশি ইরানও ভাইস-চেয়ার পদে নির্বাচিত হয়েছে। এর আগে ২০১৯-২০২১ মেয়াদে সিএসএ’র ভাইস চেয়ার ছিল ভারত ও শ্রীলঙ্কা। বিশ্ব পর্যটন সংস্থা মূলত জাতিসংঘের পর্যটনবিষয়ক বিশ্ব সংস্থা। ছয়টি আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে বিশ্ব পর্যটন সংস্থার কার্যক্রম পরিচালিত হয় যার মধ্যে সিএসএ অন্যতম।

বাংলাদেশের এই গৌরব অর্জনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ায় ভাইস চেয়ার পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এ অঞ্চলের পর্যটন ব্যবস্থাপনায় নেতৃত্বের স্থানে আসীন হলো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে আমাদের এই অর্জন বাংলাদেশের পর্যটন উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

বিআলো/শিলি