যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশের সালমারা।


রবিবার (১ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের আরব্রোথে টসে জিতে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র। শুরু থেকেই নাহিদা আক্তার, জাহানারা আলম ও খাদিজাতুল কুবরার বোলিং তোপে পড়ে তারা।


কোনো মার্কিন ক্রিকেটারই তাদের সুনিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১৯ দশমি ৫ ওভারে মাত্র ৪৬ রানে অলআউট হন যুক্তরাষ্ট্রের মেয়েরা।


দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার সুগীতা চন্দ্রশেখর। বাকিরা কেউই দুই অঙ্কে যেতে পারেননি। মার্কিন মুল্লুকে ক্রিকেটের খুব একটা প্রচলন নেই।


দলের বেশিরভাগ সদস্যই উপমহাদেশের কিংবা ক্যারিবীয় দ্বীপে জন্মগ্রহণ করে পরে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন। খেলার অভিজ্ঞতাও বেশি দিনের নয়।


বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন নাহিদা। আর দুটি করে উইকেট শিকার করেন জাহানারা আলম ও কুবরা। এ ছাড়া এক উইকেট ঝুলিতে ভরেন রিতু মনি।


এদিকে ৪৭ রান তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি সালমাদের। উদ্বোধনী জুটিতেই ৪২ রান তুলে ফেলেন সানজিদা ইসলাম ও আয়েশা রহমান।


এরপর তারা দ্রুত ফিরলেও শক্ত হাতে বাকি কাজ সারেন নিগার সুলতানা। রিতু মনিকে নিয়ে সহজে জয়ের বন্দরে নোঙর করেন তিনি। দলের হয়ে সানজিদা করেন সর্বোচ্চ ৩০ রান।