সুনামগঞ্জে ১৪ র‌্যাব সদস্যসহ একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড

সুনামগঞ্জে ১৪ র‌্যাব সদস্যসহ একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড
ফাইল ছবি

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে ১৪ র‌্যাব সদস্যসহ একদিনে রেকর্ড ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

আক্রান্তদের মধ্যে ১৪ র‌্যাবসহ সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, ছাতক উপজেলায় ১২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, শাল্লা উপজেলায় ২জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন রয়েছেন।

 

এ নিয়ে সুনামগঞ্জে করেনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১ জন এবং মারা গেছেন ১ জন।

 

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

 

তিনি বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মঙ্গলবার সর্বমোট ২২৭ টি নমুনা জমা নেয়া হয়। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এদের মধ্যে ১৪জন র‌্যাব সদস্য।

 

সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত র‌্যাব-৯-সিপিসি-০৩ এর মোট ৩৬জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

 

এছাড়া সুনামগঞ্জ পুলিশ বিভাগের ২১জন সদস্যও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।